Cvoice24.com


লোহাগাড়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত: ০৬:২৬, ২৬ মার্চ ২০২০
লোহাগাড়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

লোহাগাড়ায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথমে শহীদদের স্মরণে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

লোহাগাড়া উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল ও ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির।

উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌছিফ আহমেদ ও সহকারি কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।
 
লোহাগাড়া পুলিশের পক্ষে ওসি মো. জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম ও এসআই আব্দুল হক।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আখতার হামিদ বেঙ্গল, যুদ্ধাকালিন কমান্ডার মো. মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মো. রফিক দিদার প্রমূখ।

ফুলেল শুভেচ্ছায় শ্রদ্ধা জানানোর পর শেষে লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ২ মিনিট স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য শেষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে লোহাগাড়া থানা পুলিশে পক্ষে ওসির নেতৃত্বে এসআই পার্থ সারথী সঙ্গীয় ফোর্সসহ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সালাম প্রদান করেন।

-সিভয়েস/এমএম

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়