Cvoice24.com


হাম আক্রান্ত শিশুদের হেলিকপ্টারে নগরে আনলো সেনাবাহিনী

প্রকাশিত: ১৩:০৯, ২৫ মার্চ ২০২০
হাম আক্রান্ত শিশুদের হেলিকপ্টারে নগরে আনলো সেনাবাহিনী

পাহাড়ে বেড়েছে হামের প্রাদুর্ভাব। সাজেকেও আক্রান্ত হয়েছে অনেক শিশু। এরমধ্যে ৫ শিশুকে মুমূর্ষু অবস্থায় হেলিকপ্টারে করে চট্টগ্রামে আনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী আক্রান্ত শিশুদের বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম নগরে নিয়ে আসে। 

বুধবার (২৫ মার্চ ) বিকেলে চট্টগ্রাম সেনা নিবাসের হিলটপ হেলিপ্যাডে এসে পৌঁছায় হেলিকপ্টারটি।  

সেনাবাহিনী সূত্র জানায়, সাজেকের শিয়ালদহ পাড়াসহ সন্নিহিত কয়েকটি উপজাতীয় পাড়ায় শিশুদের মাঝে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এদের মাঝে কিছু শিশুর শারীরিক পরিস্থিতির অবনতি হলে সেনা বাহিনী তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তির উদ্যোগ নেয়। এছাড়া আক্রান্ত এলাকায় আরো শতাধিক অসুস্থ শিশুর চিকিৎসার জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমির সিভয়েসকে বলেন, ‘সেনাবাহিনী হাম রোগে আক্রান্ত  ৮-১২ বছরের ৫ শিশুকে চমেক হাসপাতালে আনেন। বর্তমানে চমেক হাসপাতালে শিশু ওয়ার্ডে শিশু চিকিৎসাধীন রয়েছেন।’


সিভয়েস/এমআই/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়