Cvoice24.com


কন্থক বুড্ডিস্ট ইউনিটি পরিবারের ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:০১, ২৫ মার্চ ২০২০
কন্থক বুড্ডিস্ট ইউনিটি পরিবারের ত্রাণসামগ্রী বিতরণ

করোনা ভাইরাস হতে সচেতনতা সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে জীবাণুনাশক সাবান, দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং হ্যান্ড গ্লাভস বিতরণ করেছে কন্থক বুড্ডিস্ট ইউনিটি।

বুধবার নগরীর জামাল খান, চকবাজার দিদার মার্কেট এলাকায় অসহায় এবং দরিদ্র মানুষের মধ্যে ত্রান-সাহায্য এবং সচেতনতামূলক প্রচারনা চালায় কন্থক বুড্ডিস্ট ইউনিটি। 

কন্থক বুড্ডিস্ট ইউনিটির সভাপতি পিয়াল বড়ুয়া বলেন, আগামী ২৬ মার্চ হতে ৪ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছেন সরকার। এতে বিপাকে পরতে পারে নগরীর দিন মজুর থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ। আমরা তাদের কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ( চাল, ডাল, লবণ) ও স্বাস্থ্য সচেতনার জন্য জীবাণুনাশক সাবান বিতরণ করি। এছাড়াও যারা চালক আছেন (রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক) তারা যাতে বাহন বা গাড়িটি জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিষ্কার করে হাত জীবাণুমুক্ত করে রাখতে পারে সেজন্য হ্যান্ড গ্লাভস বিতরণ করি।

তিনি আরো বলেন, করোনার এ মহামারি মোকাবেলা করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সবাই নিজের স্ব স্ব জায়গা থেকে সচেতন থেকে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

-সিভয়েস/এনআর/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়