Cvoice24.com


কফিল উদ্দিনের এম. ফিল ডিগ্রি লাভ 

প্রকাশিত: ১৫:৫০, ২৩ মার্চ ২০২০
কফিল উদ্দিনের এম. ফিল ডিগ্রি লাভ 

সাতকানিয়ার বাসিন্দা মুহাম্মদ কফিল উদ্দিন এম. ফিল ডিগ্রী লাভ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কফিল উদ্দিন এম. ফিল ডিগ্রি লাভ করেন। বিগত ১০ মার্চ ২০২০ ইং তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার ০৩ নং সিদ্ধান্ত মোতাবেক তাকে এম. ফিল ডিগ্রি প্রদান করা হয়। তার গবেষণার বিষয় ছিল “আল-খানসা (রঃ) এর কাব্যচর্চা”। তার গবেষণা তত্বাবধায়ক ছিলেন কলা অনুষদভুক্ত আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. মুহাম্মদ নেজাম উদ্দিন। মুহাম্মদ কফিল উদ্দিন ছাত্রজীবন থেকেই শিক্ষার প্রতিটি স্তরে বোর্ড স্ট্যান্ড অর্জনসহ কৃতিত্বের স্বাক্ষর রেখে সরকারী একাধিক ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন। বর্তমানে চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুশ শরফ আখতারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।  

মুহাম্মদ কফির উদ্দিন সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট আলেমেদ্বীন কাজী মাওলানা মোস্তাফিজুর রহমান নোমানীর বড় ছেলে। গবেষণার কাজে তিনি সংযুক্ত আরব আমিরাত ও দুবাই সফর করেন। ভবিষ্যতে তিনি আরো উচ্চতর গবেষণাকর্ম সম্পাদনা পূর্বক দেশ-জাতি ও মুসলিম উম্মার সেবায় আত্মনিয়োগ করতে ইচ্ছা পোষন করেন। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।


 

সাতকানিয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়