Cvoice24.com


জবানবন্দি শেষে কারাগারে মানি লন্ডারিং মামলার ১২ আসামি

প্রকাশিত: ১৪:৩৮, ১৯ মার্চ ২০২০
জবানবন্দি শেষে কারাগারে মানি লন্ডারিং মামলার ১২ আসামি

দুইশ দুই কোটি টাকা মানি লন্ডারিংয়ে কোতায়ালী থানার একটি মামলায় সিআইডির হাতে গ্রেফতার ১২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ছয়টি মহানগর হাকিম আদালত পৃথক পৃথক আদেশে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২০২ কোটি টাকা মানি লন্ডারিং মামলায় ১২ জন আসামিকে আদালতে হাজির করে ঢাকার সিআইডি টিম। ওই মামলায় আজ তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
 
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ সিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সিভয়েসকে বলেন, বুধবার রাতে মানি লন্ডারিং আইনে ২০ জনকে আসামি করে একটি মামলা করেন সিআইডির এসআই হারুনুর রশিদ। পরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়।

সিভয়েস/এসএইচ/এসএএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়