Cvoice24.com


ইতালিতে করোনায় একদিনেই ৩৬৮ জনের মৃত্যু

প্রকাশিত: ০৮:০৫, ১৬ মার্চ ২০২০
ইতালিতে করোনায় একদিনেই ৩৬৮ জনের মৃত্যু

ফাইল ছবি।

ইতালিতে একদিনেই করোনাভাইরাসে আক্রান্ত ৩৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে। রোববার দেশটিতে করোনার সংক্রমণ ঘটার পর এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এখন পর্যন্ত দেশটিতে সব মিলিয়ে ১৮০৯ জনের মৃত্যু হয়েছে; যা চীনের বাইরে সর্বোচ্চ। ইতালির বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ২৪ হাজার ৭৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মিলানের কাছে ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্দিতেই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। ইউরোপে করোনার কেন্দ্রস্থল এই লোম্বার্দিতেই ১২১৮ জনের মৃত্যু হয়েছে; যা ইতালিতে হওয়া মোট মৃত্যুর ৬৭ শতাংশ। এদিকে ইতালিতে করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশ কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে। করোনার কারণে ইউরোপের ১০ কোটির বেশি মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপকে করোনার বৈশ্বিক মহামারির কেন্দ্রস্থল ঘোষণা করার পর প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছে ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ।উল্লেখ্য,  বিশ্বজুড়ে করোনাভাইরাসে ১৪৪ দেশে আক্রান্তের সংখ্যা ১৫৩৫১৭ জন। আর মৃত্যু হয়েছে ৫৭৩৫ জন। এখন পর্যন্ত সাড়ে ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।  আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৭ হাজারের বেশি মানুষ। তাই ইউরোপের সব দেশ থেকে বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা এসে পরেছেন তাদের কঠোরভাবে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। কেউ নির্দেশ অমান্য করলে জরিমানা করা হবে। পরিবারগুলোকে আরো সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।  দেশে ইতোমধ্যে ২৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আইসোলেশনে রাখা হয়েছে ১০ জন। আগের ৫ জনের মধ্যে ২ জন পুরুষ, একজন নারী ও ২ জন শিশু রয়েছে। বিদেশ থেকে কেউ এলে তার পরিবার বা আত্মীয়র সাথে যোগাযোগ বন্ধ রাখবেন এবং আগত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিন রাখতে হবে। চীনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৫৯ জন; আর প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২১৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭৪৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৮০৯ জন। 
সিভয়েস/এমআই/

 


 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়