Cvoice24.com


বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট স্থগিত

প্রকাশিত: ০৮:০২, ১৩ মার্চ ২০২০
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট স্থগিত

ফাইল ছবি।

জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের খেলা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আগামী ১৪ মার্চ থেকে ১৯ মার্চ এ দুই টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কি কারণে এ খেলা স্থগিতের  উল্লেখ করা হয়নি।  অধিদফতর থেকে জানা গেছে, দেশের বিভাগগুলো থেকে ছেলেদের আটটি ও মেয়েদের আটটি দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে রাজধানীতে আসার কথা ছিল। এ দলগুলোর প্রায় কয়েকশ শিক্ষার্থীকে ক্রীড়া পল্লীতে রাখার কথা ছিল। কিন্তু দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে। তাই, সারা দেশে থেকে আসা এ সব শিক্ষার্থীদের একসঙ্গে ক্রীড়া পল্লীতে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই, বাড়তি সতর্কতা হিসেবে টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা স্থগিত করা হয়েছে। জানা গেছে, আগামী ১৪ মার্চ থেকে রাজধানী কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এ টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা শুরু হওয়ার কথা ছিল। দেশের আটটি বিভাগের ছেলেদের বিজয়ী আটটি ও মেয়েদের আটটি দল এ খেলায় অংশ নেয়ার কথা ছিল। আর জাতীয় পর্যায়ে বিজয়ী ছেলে ও মেয়েদের দুইটি দল ২১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলার কথা ছিল।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়