Cvoice24.com


চসিক নির্বাচনে মেয়র পদে ৯ প্রার্থীর মনোনয়ন জমা

প্রকাশিত: ১২:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২০
চসিক নির্বাচনে মেয়র পদে ৯ প্রার্থীর মনোনয়ন জমা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৯জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া কাউন্সিলর পদে ২০৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫৭ জন নারী প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ১মার্চ এসব প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই হবে। 

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির মো. সোলায়মান আলম শেঠসহ ৯ জন মনোনয়নপত্র জমা দেন। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শেষ দিনে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান  সাংবাদিকদের এসব তথ্য জানান। 

মোহাম্মদ হাসানুজ্জামান বলেন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে মনোনয়নপত্র দাখিল হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। 

উল্লেখ্য, রোববার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। তফসিল অনুযায়ী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।

সিভয়েস/এমআই

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়