Cvoice24.com


খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ

প্রকাশিত: ১১:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২০
খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ

আলোচিত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় উচ্চ আদালতে জামিন মেলেনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন নাকচ করে দেন।

এর আগে সকালে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিবেদন জমা নেওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ওই প্রতিবেদন পড়ে শোনান আদালত।

আদালতে দেওয়া ওই স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা নিতে সম্মত হননি। পরে আদালত আদেশের জন্য ২টায় সময় নির্ধারণ করেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদার জামিন আবেদনের ওপর আদেশকে কেন্দ্র করে সকাল থেকেই সবার চোখ ছিল উচ্চ আদালতের দিকে। খালেদা জিয়া কি জামিন পাবেন? নাকি আবেদন খারিজ হয়ে যাবে? -এ নিয়ে জনমনে ছিল ব্যাপক জল্পনা-কল্পনা।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। গত বছরের এপ্রিল মাস থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়