Cvoice24.com


সমন্বিত নয়, গুচ্ছ ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

প্রকাশিত: ১৩:০১, ২৬ ফেব্রুয়ারি ২০২০
সমন্বিত নয়, গুচ্ছ ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এসে গুচ্ছ পদ্ধতিতেই সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভায় এই সিদ্ধান্ত হয় বলে সভা শেষে ইউজিসির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে জানান।

তিনি জানান, এসব সরকারি বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে চারটি গুচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হলো- কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল ও সাধারণ। সাধারণ গুচ্ছে বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষায় তিনটি পরীক্ষা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ পাঁচ প্রতিষ্ঠানের আপত্তির মধ্যে ইউজিসির এই সিদ্ধান্ত এলো। আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় চূড়ান্ত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়