Cvoice24.com


৩কোটি টাকার হাকিমপুরী জর্দা জব্দ

প্রকাশিত: ১০:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২০
৩কোটি টাকার হাকিমপুরী জর্দা জব্দ

মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পুরক শুল্ক ফাঁকির অভিযোগে প্রায় ৩ কোটি টাকা ‍মূল্যের জর্দা জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মিরসরাইয়ের হিঙ্গুলির এক গুদাম থেকে হাকিমপুরি ব্র্যান্ডের এসব জর্দা জব্দ করা হয়।

চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের ডিপুটি কমিশনার মোহাম্মদ এনামুল হক জর্দা জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে মিরসরাইয়ের হিঙ্গুলির আবছার ট্রেডার্স নামক এক গুদামে অভিযান পরিচালনা করা হয়।

এই সময় ওই গুদামে সম্পূরক শুল্ক ও মূসক ফাঁকি দিয়ে মজুদকৃত প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২৫৮ কার্টুন হাকিমপুরী জর্দা জব্দ করা হয়। এরমধ্যে রয়েছে ৫০ গ্রামের ২১৬ কৌটার ১০০ কার্টুন এবং ২৭৬ কৌটার ১৫৮ কার্টুন জর্দা।

এ ঘটনায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ৬১(৬) অনুযায়ী অনিয়ম/কর ফাঁকির মামলা (নম্বর-০২/২০২০) দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়