Cvoice24.com


করোনা ছড়িয়েছে ৩২ দেশে, চীনে আরও ১০৯ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৭, ২২ ফেব্রুয়ারি ২০২০
করোনা ছড়িয়েছে ৩২ দেশে, চীনে আরও ১০৯ জনের মৃত্যু

বিশ্বের ৩২টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এ অবস্থায় দিন দিন আতঙ্ক বেড়েই চলেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে নতুন করে ১০৯ জন মারা গেছেন।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের শনিবারের (২২ ফেব্রুয়ারি) তথ্য অনুযায়ী, এ নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার তিনশ’ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৭৬ হাজার মানুষ। 

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ইতালিতে একজনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ার আতঙ্কে দেশটির উত্তরাঞ্চলীয় ১০টি শহরে জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান। 

করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ইরানে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

লেবানন ও ইসরাইলে প্রথমবারের মতো করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। 

এরমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়