Cvoice24.com

চট্টগ্রামে আজ, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


একুশের প্রথম প্রহরে বাঁশখালী কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

প্রকাশিত: ০৭:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২০
একুশের প্রথম প্রহরে বাঁশখালী কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার ভাষা শহীদদের স্মরণ, সর্বত্র বাংলা ভাষা চালু, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্যদিয়ে সারা দেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে শোক আর গর্বের অমর একুশে ফেব্রুয়ারি। একুশের প্রথম প্রহরে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। ফুলে ফুলে ভরে যায় বাঁশখালীর কেন্দ্রীয় শহীদ মিনার।

আজ শুক্রবার এ উপলক্ষে এক সংস্কৃতিক অনুষ্ঠান বাঁশখালী পৌরসভা কার্যালয়ে অনুষ্টিত হয়। এতে তাদের কণ্ঠে উচ্চারিত হয় সেই চিরচেনা গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি...।’

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি সহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।

এরপর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাঁশখালী উপজেলা প্রসাশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মো. গালিব সাদলী, বাঁশখালী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক বিকাশ রঞ্জন দাশ, বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদাত আলম, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াছিন, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কপিল উদ্দীন চৌধুরী, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ সহ পৌরসভা আওয়ামী লীগ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ।

-সিভয়েস/এমএম

বাঁশখালী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়