Cvoice24.com


চসিক নির্বাচনে বিএনপি’র প্রার্থী কে, জানা যাবে সোমবার

প্রকাশিত: ০৮:৩২, ২০ ফেব্রুয়ারি ২০২০
চসিক নির্বাচনে বিএনপি’র প্রার্থী কে, জানা যাবে সোমবার

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৯ মার্চ। ইতোমধ্যে সরকারি দল আওয়ামী লীগ তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আর বিএনপি’র মনোনয়ন জানা যাবে আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।

দলীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠক হবে। ওই বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরে ঘোষণা করা হবে মেয়র প্রার্থীর নাম। চসিক নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ৬ জন।

দলটির একাধিক নীতি নির্ধারকের সঙ্গে আলাপকালে তারা জানান, চট্টগ্রামের স্থানীয় কোনো নেতাকে মনোনয়ন দেয়ার সম্ভাবনাই বেশি। দলের কেন্দ্রীয় পর্যায়ে কোন নেতাকে মনোনয়ন দেয়া হবে না বলে জানান তারা।

মনোনয়নের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান শামীম সিভয়েসকে জানান, আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠক হবে। বৈঠকে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার নেওয়ার পর চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

জানা যায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ এরশাদউল্লাহ, মহানগর বিএনপি’র সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দীন ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা নারী নেত্রী ডা. লুসি খান। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নের জন্য ফরম জমা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।

বিএনপি’র সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ সিভয়েসকে জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি’র মনোনয়ন বা ধানের শীষের প্রতীক পাওয়ার জন্য ৬ জন দলীয় ফরম নিয়েছে। তার মধ্যে তিনজন প্রার্থী মনোনয় জমা দিয়েছে। বিএনপি’র সংসদীয় মনোনয়ন বোর্ড তাদের সাক্ষাৎকার নেওয়ার পর চূড়ান্ত মনোনয়ন দেবে।

উল্লেখ্য, রোববার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। তফসিল অনুযায়ী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।

-সিভয়েস/এমআই/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়