Cvoice24.com


একুশে পদকপ্রাপ্তদের পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২০
একুশে পদকপ্রাপ্তদের পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী

টেলিভিশন থেকে সংগৃহীত।

দেশের ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক ২০২০ প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এ পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

২০২০ সালে একুশে পদক প্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর), সঙ্গীতে ডালিয়া নওশীন, শঙ্কর রায় ও মিতা হক, নৃত্যে মো. গোলাম মোস্তফা, অভিনয়ে এসএম মহসীন, চারুকলায় অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান, মুক্তিযুদ্ধে হাজী আক্তার সরদার (মরণোত্তর), মো. আব্দুল জব্বার (মরণোত্তর) ও ডা. আ আ ম মেসবাহুল হক (মরণোত্তর), সাংবাদিকতায় জাফর ওয়াজেদ, গবেষণায় ড. জাহাঙ্গীর আলম ও হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ, শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম, সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ভাষা ও সাহিত্যে ড. নূরুন নবী, সিকদার আমিনুল ইসলাম, নাজমুন নেসা পিয়ারি, চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার এবং গবেষণায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

-সিভয়েস/এমআই/এমএম

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়