Cvoice24.com


মার্চের মধ্যেই শেষ হবে হাইটেক পার্ক নির্মাণ কাজ :মেয়র

প্রকাশিত: ১২:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২০
মার্চের মধ্যেই শেষ হবে হাইটেক পার্ক নির্মাণ কাজ :মেয়র

চলতি বছরের মার্চের মধ্যেই হাইটেক পার্ক নির্মাণে গৃহীত প্রকল্প সিংগাপুর-ব্যাংকক মার্কেটের চলমান অবকাঠামো উন্নয়ন কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানান। 

তিনি বলেন, হাইটেক পার্ক নির্মাণের লক্ষে সিংগাপুর-ব্যাংকক মার্কেটের ৬ থেকে ১০তলা পর্যন্ত সম্প্রসারণ কাজ বাস্তবায়ন হচ্ছ। সম্প্রসারণ কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। বর্তমানে ১০ম তলার কাজ চলছে। আশা করছি আগামী মার্চের মধ্যেই নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হবে।

এসময় প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ত্রিমাত্রিক'র সংশ্লিষ্ট কর্মকর্তা ও মার্কেট পরিচালনা কমিটি নেতৃবৃন্দকে আগামী মার্চের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

পরিদর্শনের সময় সিংগাপুর ব্যাংকক মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, যুগ্ম সম্পাদক মো আইয়ুব, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন আরিফ, সাবেক সভাপতি আহমদ হোসেন, সাবেক সহ-সভাপতি মো. শাহজাহান, সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম,সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, পাহাড়তলী থানা আওয়ামী লীগের আইন সম্পাদক সুজিত দাশ, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, মামুনুর রশীদ মামুন প্রমুখ।

উল্লেখ্য,  সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের একান্ত উদ্যোগে চট্টগ্রাম মহানগরে দুটি হাই টেক পার্ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহন করে আইসিটি মন্ত্রণালয়। এর অংশ হিসেবে আইসিটি মন্ত্রণালয় চসিকের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী চসিকের নিজস্ব সম্পত্তি  চান্দগাঁও বিসিক শিল্প এলাকা ও সিংগাপুর ব্যাংকক মার্কেটের ষষ্ঠ থেকে দশম তলা পর্যন্ত হাইটেক পার্ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করবে মন্ত্রণালয়।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়