Cvoice24.com

চসিক নির্বাচন
কাউন্সিলর পদে ১৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

প্রকাশিত: ১৫:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০২০
কাউন্সিলর পদে ১৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। তফসিল ঘোষণার দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন ওয়ার্ডের ১৪জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জানান কামরুল আলম জানান, এখন পর্যন্ত মেয়র পদে কেউ মনোনয়ন সংগ্রহ করেনি। ১০টি ওয়ার্ডে ১৪জন কাউন্সিলর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম। তিনি বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত ১০টি ওয়ার্ডের ১৪ জন কাউন্সিলর তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ২ জন, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে ১ জন, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ২ জন, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে ১ জন, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে ২ জন, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে ১ জন, ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে ১ জন, ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে ১জন, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে ১জন, ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ২ জন আগ্রহী কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এবারের চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ। তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। এছাড়া ৯ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এবারের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়