Cvoice24.com

বান্দরবানে ‘সূর্যমুখী’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১৪:১৪, ১৭ ফেব্রুয়ারি ২০২০
বান্দরবানে ‘সূর্যমুখী’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘সব শিশুরা লড়বো, সবুজ পৃথিবী গড়ব’ প্রতিপাদ্যে বান্দরবানে শিশু কিশোর সংগঠন ‘সুর্যমুখী’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি গ্রন্থাগারে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং য়ং ম্রো।

সংগঠনের পরিচালনা পরিষদ সভাপতি তারেকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বান্দরবান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি।

সংগঠনের সাধারণ সম্পাদক ইমান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বান্দরবান লুম্বিনী লিমিটেডের ব্যবস্থাপক মো মফিজুল ইসলাম মামুন, জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মাশৈথুই চাক।

সুন্দর হাতে লেখা প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ১০বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও পরিচয় নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমান হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত। তাই তাদেরকে গড়ে তুলার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আর্তমানবতার তরে এগিয়ে আসা সকলের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে অতিথিরা সূর্য মুখী শিশু কিশোর সংগঠনের নানামুখী সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, সূর্য মুখী শিশু কিশোর সংঘটন প্রতিষ্ঠালগ্ন থেকেই শিশুদের কল্যাণে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সর্বমহলে সুখ্যাতি অর্জনে সক্ষম হয়েছে।
 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়