Cvoice24.com


মোটরসাইকেল সাইড দিতে গিয়ে দুর্ঘটনায় বাস, নিহত ৩, আহত ২০

প্রকাশিত: ১০:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০২০
মোটরসাইকেল সাইড দিতে গিয়ে দুর্ঘটনায় বাস, নিহত ৩, আহত ২০

ছবি : সংগৃহীত

বগুড়া থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের বাসটি তালুকদার বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ২০ জন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুলবাড়ি গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী শাপলা খাতুনের (২৭) পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মনজিল হক জানান,       বগুড়া থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় এবং মোটরসাইকলটি সড়ক থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী এবং মোটরসাইকেল আরোহী শাপলা খাতুন নিহত হন।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির জানান, শাপলা খাতুন গাইবান্ধা থেকে তার ভাই আব্দুল মমিনের সঙ্গে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় মমিনের একটি পাঁ কেটে গেছে। তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-সিভয়েস/এসসি

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়