Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


মধ্যপ্রাচ্য ফের উত্তপ্ত: ইরাকে মার্কিন সেনা ঘাটিতে রকেট হামলা

প্রকাশিত: ০৭:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০২০
মধ্যপ্রাচ্য ফের উত্তপ্ত: ইরাকে মার্কিন সেনা ঘাটিতে রকেট হামলা

ফাইল ছবি।

ইরাকে কিরকুক নামে এক প্রত্যন্ত অঞ্চলে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চলানো হয়েছে। ‘কাতায়েব হিজবুল্লা’ ওই হামলা চালিয়েছে বলে দাবি আমেরিকার। যে লঞ্চপ্যাড থেকে রকেট হামলা করা হয়েছে, সেখানে আরও ১১টি রকেট মজুত আছে।

মিলিটারি সূত্র মারফৎ জানা গেছে, ইরাকের স্থানীয় সময় রাত ৮ টা ৩৫ মিনিটের দিকে বেসের ভিতরে রানওয়ের ওপর ওই মর্টার হামলা চালানো হয়। তবে হতাহতের কোনো খবর নেই।

রোববার ইরাকের বালাদ এয়ার বেসের ভিতরে মোট সাতটি মর্টার হামলা করা হয়। যার ফলে কমপক্ষে ৪ জন সেনা আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ইরানি জেনারেল কাসেম সোলেমানি হত্যার পর আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে। দুই তরফেই একাধিকবার পরস্পরের তরফে অভিযোগ করেছে।

-সিভয়েস/এসসি

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়