Cvoice24.com


শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে: মেয়র নাছির 

প্রকাশিত: ১৫:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২০
শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে: মেয়র নাছির 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা বাংলাদেশের সব শিশু-কিশোরের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এ অগ্রযাত্রা ধরে রাখতে হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। 

বুধবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ নুরুল আলম নিজামী সভাপতিত্বে নোয়াখালী জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া ও পিটিআই’র ইনস্ট্রাক্টর (শারীরিক শিক্ষা)  শামীমা সুলতানার সঞ্চালনায় অনুষ্টিত বঙ্গবন্ধু-বঙ্গমাতা  গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোঃ সুলতান মিয়া।  এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। 

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলায় কক্সবাজারের পেকুয়া উপজেলার হাজী শের আলী সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম ৩-০ গোলে চাঁদপুর জেলার সদর উপজেলার কুমুরুয়া সূর্যরায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ টুর্নামেন্টের সর্বোচ্চ গোল দাতা কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমের ২০নং জার্সি পরিহিত খেলোয়ার  সাফায়াত হোসেন (৪ গোল) এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন হাজী শেয়ার আলী সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমের ১৩ নং জার্সি পরিহিত খেলোয়ার মিজান।

এছাড়া বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে প্রতিদ্বন্ধী  ফেনী জেলা অনুপস্থিত থাকায়  ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ওয়াকওভার পেয়ে ৩য় স্থান অর্জন করেন। 

অন্যদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলায় রাঙ্গামাটি মাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম ৭-০ গোলে  খাগড়াছড়ি জেলার সদর উপজেলার  ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ টুর্নামেন্টের সর্বোচ্চ গোল দাতা ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমের ১২নং জার্সি পরিহিত খেলোয়ার তিশা তালুকদার (৮গোল) এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমের ১০নং জার্সি পরিহিত খেলোয়ার পূজা রাণী দাশ। এছাড়া বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে  ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ১০-০ গোলে ফেনী জেলা দলকে পরাজিত করে ৩য় স্থান অর্জন করেন।  

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়