Cvoice24.com


হালিশহর মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন

প্রকাশিত: ১৩:০৫, ৫ ফেব্রুয়ারি ২০২০
হালিশহর মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন

হালিশহর মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ছয়তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ভবন উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, আধুনিক সুযোগ সুবিধার ভবনটি নির্মাণের ফলে বিদ্যালয়ের শ্রেণি স্বল্পতা পূরনের পাশাপাশি শিক্ষার পরিবেশ, মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। 

সরকারের জিওবি ফান্ড ও জাইকার অর্থায়নে প্রায় ৬ কোটি ৮৯ লাখ ২৫ হাজার টাকায় ছয় তলা বিশিষ্ট এই বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে। অত্যাধুনিক এই ভবনে রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম, সোলার সিস্টেম, অত্যাধুনিক লিফট, শীততাপ নিয়ন্ত্রন ব্যবস্থা, বজ্রপাত নিয়ন্ত্রিত এয়ার টার্মিনালসহ শ্রেণিকক্ষ, টিচার্স রুম, ল্যাবরেটরী, লাইব্রেরি রাখা হয়েছে। ভবনের আয়তন ২১,৬০০ বর্গফুট। 

উদ্বোধনের সময় কাউন্সিলর আবুল হাশেম, চসিক প্রধান প্রকৌশলী লে কর্ণেল সোহেল আহমদ, নির্বাহি প্রকৌশলী অসীম বড়ুয়া,জসিম উদ্দিন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রতিনিধি হারুনুর রশীদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন, সাইফুদ্দিন খালেদ বাহার, সংরক্ষিত কাউন্সিলর জেসমিনা খানম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, এনামুল হক, মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়