Cvoice24.com


বন বিভাগের মামলায় তিন বছরের দণ্ড উপজেলা ভাইস চেয়ারম্যানের

প্রকাশিত: ১৫:২৬, ২৯ জানুয়ারি ২০২০
বন বিভাগের মামলায় তিন বছরের দণ্ড উপজেলা ভাইস চেয়ারম্যানের

বন বিভাগের মামলায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দীনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙামাটির আদালত। 

এ ছাড়া ৩০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। একই মামলার আরেক আসামি রাহুল তংচংগ্যা ওরফে বাবুল মেম্বারকে দেড় বছর সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাঙামাটি চিফ জুডিশিয়াল আদালত-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পাল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

বন বিভাগের মামলার পরিচালক ও রাঙামাটি সদর রেঞ্জের বন কর্মকর্তা আমজাদ হোসেন জানান, কাপ্তাই বন বিভাগের রাম পাহাড় বন বিটের প্রায় ৪৯ লাখ টাকার সেগুন গাছ রাতের আঁধারে কেটে নেওয়া হয়। গত বছরের ২ এপ্রিল এ গাছ কাটার অভিযোগে কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান নাসির উদ্দীন ও বাবুল মেম্বারের বিরুদ্ধে বন আইনে মামলা করেন কাপ্তাই বন বিভাগের বন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল।

মঙ্গলবার রাঙামাটি চিফ জুডিশিয়াল আদালত-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পালের আদালতে এ মামলায় রায়ের দিন ধার্য ছিল। পরে আদালত সাজা ঘোষণা করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়