Cvoice24.com


লোহাগাড়ায় ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ

প্রকাশিত: ১৬:৩৪, ২৬ জানুয়ারি ২০২০
লোহাগাড়ায় ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ

লোহাগাড়ায় ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টুর্নামেন্ট আয়োজকদের হামলায় আহত হয়েছেন এক খেলোয়াড়। আহত খেলোয়াড় হলেন চরম্বা ক্রীড়া সংস্থা একাদশের ইমরান।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার চরম্বা বিবিবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার চরম্বা বিবিবিলা ক্রিকেট বোর্ড নাম দিয়ে গত ৩ জানুয়ারি বিবিবিল টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করেন স্থানীয় ইউপি সদস্য ওসমান মেম্বারের ছোট ভাই কাইছার হামিদ। 

ওই টুর্ণামেন্ট সেমিফাইনাল খেলায় বিবিবিলা ক্রিকেট একাদশ ও চরম্বা ক্রীড়া সংস্থা (জমাদার পাড়া) একাদশ প্রতিদ্বন্ধিতা করেন। বিবিবিলা একাদশ প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ওভারে ৭৬ রান করেন। জবাবে চরম্বা ক্রিকেট সংস্থা ১ বল বাকি থাকতে ৭৫ রান নেন। শেষ বলে প্রয়োজন ২ রান, শেষ উইকেট। শেষ বলে ২ রান নিতে গিয়ে রান আউটের শিকার হন ব্যাটসমেন্ট। আম্পায়ার আউট ঘোষণা দেন। যদিও চরম্বা ক্রীড়া সংস্থার অনূকুল। ৭৬ রান পূর্ণ হওয়ায় খেলাটি ড্র হওয়ার কথা, কিন্তু  আম্পায়ার ও টিম ম্যানেজমেন্টের যোগসাজোসে খেলাটি ড্র ঘোষাণা না করে খেলা আয়োজক কমিটির নিজ এলাকা বিবিবিলা ক্রিকেট একাদশকে জয়ী ঘোষাণা করেন। এতে দুই পক্ষের খেলোয়াড় ও আয়োজক কমিটির মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা বলছেন, টুর্ণামেন্টির আড়ালে জুয়ার আসর জমজমাট চলছে। তবে টীম ম্যানেজম্যান্ট বিষয়টি অস্বীকার করেন।

চরম্বা ক্রীড়া সংস্থা'র টীম ম্যানেজার মো. ইসমাঈল বলেন, সুন্দর ভাবে প্রতিদ্বন্ধিতা মূলক খেলা চলছে। শেষ বলে প্রয়োজন ২ রান। ২ রান নিতে গিয়ে রান আউটের শিকার হন ব্যাটসম্যান। উইকেটেরও পতন হয়। কিন্তু আম্পায়ার কোন রান হবেনা বলে দিলে দ্বন্দ্ব লাগে। এতে হাতাহাতির ঘটনা ঘটে।

খেলা পরিচালনা কমিটির আহববায়ক কাইছার হামিদ বলেন, হাতাহাতির ঘটনা ঘটে। খেলা ড্র হয়নি। আম্পায়ারের সিদ্ধান্ত চুড়ান্ত সিদ্ধান্ত। এতে আমাদের কোন হাত নেই। 

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চলমান টুর্ণামেন্টে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়