Cvoice24.com


আন্তর্জাতিক কাস্টম দিবসে চট্টগ্রাম কাস্টমসের সভা

প্রকাশিত: ১৬:২০, ২৬ জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক কাস্টম দিবসে চট্টগ্রাম কাস্টমসের সভা

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে চট্টগ্রাম কাস্টম হাউসের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের হাউজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমএ লতিফ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমএ লতিফ বলেন, দেশের ৩৫ শতাংশ কাঠামোগত উন্নয়ন চট্টগ্রামে হয়েছে। এ নিয়ে অন্য কোনো জেলার মানুষ অভিযোগ করছে না। আমরা না চাইতেই সরকার আমাদের উন্নয়নের সুযোগ সৃষ্টি করছে। কিন্তু আমরা কি সকলেই ট্যাক্স দিই?'

তিনি আরো বলেন, 'দেশের এক কোটি মানুষও ট্যাক্স দেয় না। জনসংখ্যার ১৬ ভাগের ১ ভাগ ট্যাক্সও আমরা পাই না। কিন্তু গাড়ি-বাড়ির প্রাচুর্য আমরা দেখতে পাই। যারা এখনো ট্যাক্স দেয় না, যারা দেশের উন্নয়নের কথা না ভেবে নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত; আমি তাদের সতর্ক করে দিতে চাই। আপনারা তৈরি থাকেন। আপনাদের ধরার ব্যবস্থা আমরা নিচ্ছি।'

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, 'ব্যবসায়ীরা লাভের আশা ছাড়া ব্যবসা করে না। তারা চাকরির সুযোগ সৃষ্টির কথা বলেন। অথচ তারা বাংলাদেশে থেকে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন, তার একমাত্র কারণ- আমাদের দেশে স্বল্পমূল্যে কাজ করিয়ে নেয়ার সুযোগ পান। তাই দেশে আপনাদের যে অবদান তা বড় করে না দেখে বন্ড জালিয়াতি থেকে বেরিয়ে আসেন। যারা বন্ড জালিয়াতি করেছেন তাদের অনেকের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আগামীতে আরো হবে। তাই কোনো প্রকার জালিয়াতি না করে সত্যিকারভাবে আইন মানুন। দেশের উন্নয়ন হলে, আপনাদেরও উন্নয়ন হবে।'

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) মো. মাসুদ সাদিক, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান।

এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন আঞ্চলিক কমিটির আহ্বায়ক এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ এনামুল হক।

সেমিনারের শুরুতে কাস্টমসের জয়েন্ট কমিশনার আকবর হোসেন বাংলাদেশ কাস্টমস ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে কাস্টমসের নানামুখি কর্মকাণ্ড সহ বিগত বছরের তথ্যচিত্র তুলে ধরা হয়। 

স্বাগত বক্তব্যে চট্টগ্রাম কাস্টমস কমিশনার ফখরুল আলম বলেন, '১৮২ দেশে এ দিবসটি একযোগে পালিত হয়। কোনো রকমের সমস্যা থাকলে ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে তার সমাধান করা হয়। আমরা মূলত একটি আন্তর্জাতিক সংগঠন। তাই আমাদের যে কোনো সমস্যা সমাধানে আমাদের আন্তর্জাতিক নিয়ম-নীতি অনুসরণ করতে হয়।'

তিনি আরো বলেন, 'আমরা চট্টগ্রাম কাস্টমসের মাধ্যমে এদেশের ৭০ শতাংশ আমদানি-রপ্তানি বাণিজ্য নিয়ে কাজ করে থাকি। তাই আমরা এ সেমিনারের মাধ্যমে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাণিজ্যকে সহজিকরণ করা নিয়ে আলোচনা করবো।'

সিভয়েস/এসবি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়