Cvoice24.com


আন্তর্জাতিক কাস্টমস দিবস : বর্ণিল সাজে চট্টগ্রাম কাস্টম, বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: ০৫:১৪, ২৬ জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক কাস্টমস দিবস : বর্ণিল সাজে চট্টগ্রাম কাস্টম, বর্ণাঢ্য শোভাযাত্রা

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ। এ উপলক্ষে দেশের সর্ববৃহৎ রাজস্ব সংগ্রহকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম কাস্টম হাউসে শোভাযাত্রার আয়োজন করে কাস্টম কর্তৃপক্ষ। বন্দর আসনের সাংসদ এমএ লতিফ এ শোভাযাত্রার উদ্বোধন করেন।

এবার কাস্টম দিবসের প্রতিপাদ্য বিষয় ‘কাস্টমস পোস্টারিং সাসটেইনেবিলিটি ফর পিপল, প্রসপারেটি অ্যান্ড দ্য প্ল্যানেট।’

শোভাযাত্রাটি নগরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন উইংয়ের অংশীজন, কাস্টম হাউসের শুল্ক মূল্যায়ন, আপিল কমিশন, আয়কর, শুল্ক গোয়েন্দা, বন্ড কমিশনারেট, কাস্টমস একাডেমি, ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস, ঢোলবাদক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার বাদক দল, চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়ন শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিলো ট্রাকে পদ্মা সেতুর রেপ্লিকা, ঢোলবাদন, বাদক দল, ব্যানার, ফেস্টুন ইত্যাদি। এ উপলক্ষে কাস্টম হাউস, গোলচত্বর, ফোয়ারা, ওভারব্রিজসহ পুরো এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টম হাউস অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হবে।

সিভয়েস/এসবি/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়