Cvoice24.com


চট্টগ্রামে ফার্মাসিস্টদের মিলনমেলা

প্রকাশিত: ১৩:৩৮, ২৫ জানুয়ারি ২০২০
চট্টগ্রামে ফার্মাসিস্টদের মিলনমেলা

চট্টগ্রামে ফার্মাসিস্টদের সংগঠন ফার্মাসিস্ট এসোসিয়শন চট্টগ্রামের মিলনমেলা র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। নগরের স্বাধীনতা কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মাসিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরী।

বক্তারা বলেন, ফার্মাসিস্ট দের কাজের পরিধি বিস্তৃত করতে অবিলম্বে দেশের সকল হাসপাতালে গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে, উন্নত বিশ্বের ন্যায় সরকারি উদ্যোগে মডেল ফার্মেসিতে রোগী দের সেবা সঠিক ভাবে দেয়ার জন্য এ গ্রেড ফার্মাসিস্ট নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। 

এছাড়া নিজেদের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায় করতে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

ফার্মাসিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরীর সরকারের প্রতি সুনির্দিষ্ট কিছু দাবি উত্থাপন করে বলেন ফার্মাসিস্টদের আরো দক্ষ করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেখানে যেখানে ফার্মাসিস্ট প্রয়োজন সেখানে পর্যাপ্ত পদ সৃষ্টি করতে হবে। এসময় তিনি ফার্মাসিস্ট ও লাইসেন্স বিহীন দোকান বাতিলের দাবি জানান।


অনুষ্ঠানে বিসি এস আই আরের সাবেক পরিচালক প্রফেসর ড.মীর এজাহারুল ইসলাম,আই আই ইউ সি ফার্মেসি ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড.আক্তার সাঈদ,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের ডিন ড. কিশোর মজুমদার,ফার্মাসিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মৃণাল কান্তি দত্ত,সহ সভাপতি সৈয়দ শাহ ইরফান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,আই আই ইউ সি ফার্মেসি বিভাগের চেয়ারম্যান এটিএম মোস্তফা কামাল, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ,ইউনাইটেড ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরি ম্যানেজার রবিউল হাসান চৌধুরী,এগ্রিস ফার্মার প্রোডাকশন ম্যানেজার রিফাত নেওয়াজ চৌধুরী, এলবিয়ন ল্যাবেরটরিজের জিএম শরীফুর রহমান শামীম,ফার্মিক ল্যাবেরটরিজের ম্যানেজিং ডিরেক্টর রুবাইয়াত ইস্পাহানি,বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য দের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম, কাজি আশফাক, মমিনুর রহমান, ড.ইব্রাহিম হোসেন,ফারুক আহমেদ, কামরুল ইসলাম, আইরিন সুলতানা,এটিএম ইউসুফ,মাইকেল দত্ত বাবর,জুয়েল মল্লিক, সিনিয়র এলামনির মধ্যে জাহির বাবর,ফুয়াদ মোহাম্মদ ফরহাদ, শুভ ধর,আবদুল্লাহ আল বিন জুবায়ের,বোরহান উদ্দিন,সাজ্জাদ হোসেন,তৃষা চক্রবর্তী, অনিক শুভ,সুহানা মঞ্জুর,আরাফাত সুলতানা আখি,সানজিদা ইসলাম, আতিক রিয়াদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়