Cvoice24.com


সাড়ে ৩ ঘণ্টা পর নিভল চলন্তিকা বস্তির আগুন

প্রকাশিত: ০৫:১৫, ২৪ জানুয়ারি ২০২০
সাড়ে ৩ ঘণ্টা পর নিভল চলন্তিকা বস্তির আগুন

ছবি : সংগৃহীত

মাত্র পাঁচ মাসের ব্যবধানে আবারও পুড়ল ঢাকার মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তি।

শুক্রবার (২৪ জানুয়রি) ভোর সোয়া ৪টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। আগুনের লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর পৌনে ৬টায় দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সুত্রপাত সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। তবে এর কারণ ক্ষতিয়ে দেখার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বলে জানা গেছে।

এর আগে মিরপুর-৭ নম্বর সেকশনে রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড় থেকে রূপনগর আবাসিক এলাকা পর্যন্ত ঝিলের ওপর কাঠের পাটাতন দিয়ে গড়ে তোলা এই বস্তিতে ২০১৯ সালের ১৬ অগাস্ট সন্ধ্যায় আরও এক দফা অগ্নিকাণ্ড হয়। বস্তির প্রায় আড়াই হাজার ঘরের মধ্যে একটি বড় অংশ ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে বস্তির বাসিন্দা পারভিন (৩৫) ও  শহিদুল ইসলাম (২০) নামে দুজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দগ্ধ নারীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।’

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, আগুনে বস্তির বেশ কিছু ঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

-সিভয়েস/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়