Cvoice24.com


তিন দিনের জন্য শিথিল চবি ছাত্রলীগের অবরোধ

প্রকাশিত: ১৩:০২, ২৩ জানুয়ারি ২০২০
তিন দিনের জন্য শিথিল চবি ছাত্রলীগের অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শর্তসাপেক্ষে শিথিল করেছে শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টায় প্রক্টর অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিজয় নেতৃবৃন্দ। 

শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ ইলিয়াছ স্বাক্ষরিত বিবৃতি পাঠ করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন হোসেন। ৩ দিনের আল্টিমেটাম দিয়ে এ সকল দাবি পেশ করেন তারা এর ব্যত্যয় ঘটলে ফের কর্মসূচী ঘোষণা করবে তারা। এসময় তারা ৫ দফা দাবি পেশ করেন। 

দাবিগুলো হলো- বুধবার বিকেলে সােহরাওয়ার্দী হলে তিন কর্মীর ওপর শিবির স্টাইলে হামলাকারীদের গ্রেফতার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে পদ থেকে বহিস্কার, বিজয় পরিবার তথা ছাত্রলীগের নেতা কর্মীদের ওপর বুধবার ও এর পূর্বের সকল হামলার ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, বুধবার মধ্যরাতে সােহরাওয়ার্দী হল থেকে আটক ৮ নেতাকর্মী নিঃশর্ত মুক্তি ও বিজয় পরিবারের আহত কর্মীদের সু-চিকিৎসা ও সার্বিক সহায়তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে।

প্রসঙ্গত, বুধবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয় এবং সিএফসি। এ ঘটনায় খেলার মাঠেই সিএফসি কর্মী শামীম আজাদকে মারধর করে বিজয়ের কর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলে বিজয়ের তিন কর্মীকে মারধর করে সিএফসি’র কর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে লাগাতার অবরোধের ডাক দেয় বিজয়।

-সিভয়েস/এমআই/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়