Cvoice24.com


সিআরবির জোড়া খুনের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১২:০৭, ২২ জানুয়ারি ২০২০
সিআরবির জোড়া খুনের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি

চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি এলাকায় টেন্ডার নিয়ে ছয় বছর আগের জোড়া খুনের মামলার প্রধান আসামি অজিত বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) ভোর রাতে বোয়ালখালী উপজেলার ধোরলা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমান। 

তিনি জানান, অজিত উচ্চ আদালত থেকে জামিনে ছিল। পরে সে আর নিম্ন আদালতে হাজির হয়নি। তার বিরুদ্ধে জোড়া খুন মামলা ছাড়াও পুলিশের ওপর হামলা, বিভিন্ন অভিযোগে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।  

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ জুন সিআরবি এলাকায় ৪৮ লাখ টাকার কাজের দরপত্র নিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম লিমনের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাজু পালিত (২৪) ও স্থানীয় সিআরবি বস্তির শিশু আরমান (৮)।

-সিভয়েস/এমআই/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়