Cvoice24.com


বিশ্ব আতঙ্ক ‘করোনা’ থেকে চিন্তামুক্ত চট্টগ্রাম

প্রকাশিত: ১৫:২৫, ২১ জানুয়ারি ২০২০
বিশ্ব আতঙ্ক ‘করোনা’ থেকে চিন্তামুক্ত চট্টগ্রাম

নভেল করোনা ভাইরাস (২০১৯-এনকভ)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও-WHO) ২০১৯ সালের ডিসেম্বর থেকে এ ভাইরাসটি চিহ্নিত করে। এটি সর্দি, কাশি, হাঁচি ও জ্বরে আক্রান্ত করার মাধ্যমে মানুষকে নিয়ে যেতে পারে মৃত্যুর দুয়ারে। ১৪ ধরনের করোনা ভাইরাসের মধ্যে এটি সর্বশেষ আবিষ্কৃত ভাইরাস। জিন কোড বিশ্লেষণে দেখা গেছে, এ ভাইরাসের বৈশিষ্ট্য অনেকাংশেই সার্সের মতো। চীনের হুবেই প্রদেশের উহান শহরের হুয়ানান সি-ফুড মার্কেট নামের একটি মাছের বাজারে প্রথম পাওয়া যায়। এ ভাইরাসটি বাতাস ও কাঁচা মাছ-মাংসের মাধ্যমে সারাবিশ্বে সংক্রামিত হওয়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা। তবে চট্টগ্রামে এ ভাইরাস নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫টি দেশের ৩১৩ জন, যার মধ্যে ৩০৮ জন চীনের। এছাড়া থাইল্যান্ডে ২জন, জাপানে ১জন, দক্ষিণ কোরিয়ায় ১জন ও তাইওয়ানে ১জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারমধ্যে ছয় জনের মৃত্যু নিশ্চিত করেছে চীনের স্বাস্থ্য অধিদপ্তর।

চট্টগ্রাম জেলা স্বাস্থ্য অধিদপ্তরের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি সিভয়েস’কে বলেন, ‘নভেল করোনা ভাইরাসটি অনেকাংশে সার্সের মতোই ভয়ংকর। এটি বাতাস ও কাঁচা মাছ-মাংশের মাধ্যমে ছড়ায়। তবে চট্টগ্রাম ও চীনের সরাসরি কোনো ফ্লাইট না থাকায় আপাতত চট্টগ্রামে ভয়ের কোনো কারণ নেই। তবে আমরা এ বিষয়ে সজাগ আছি। চীনের কোনো যাত্রী অন্যকোনো ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রামে আসলে বিমান বন্দর খবরটি জানাবে। এর প্রেক্ষিতে আমরা তাদের পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো। এছাড়া আমরা মুখে মাস্ক ব্যবহার করলে এ ধরনের ভাইরাস থেকে বাঁচতে পারবো।’

চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার-ই-জামানের কাছে বিমান বন্দরের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি সিভয়েস’কে বলেন, ‘আপতত চট্টগ্রামের কারো এ নিয়ে শংকিত হওয়ার প্রয়োজন নেই। চীন থেকে সরাসরি চট্টগ্রামে কোনো ফ্লাইট নেই। তাই চট্টগ্রামে এ ভাইরাস প্রভাব বিস্তার করার সুযোগ নেই। এছাড়া আমরা থার্মোস্কেনারের সাহায্যে সকল যাত্রীকে স্কেন করছি। চীন থেকে ভিন্ন কোনো পথে আসা যাত্রীদের বিষয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে জানানোর বিষয়ে কথা হয়েছে। উনারা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন।’

সিভয়েস/এসবি/এএস

শুভ্রজিৎ বড়ুয়া

সর্বশেষ

পাঠকপ্রিয়