Cvoice24.com


নতুন ভোটার ৫৩ লাখ ৬৬ হাজার

প্রকাশিত: ১২:৩৬, ২০ জানুয়ারি ২০২০
নতুন ভোটার ৫৩ লাখ ৬৬ হাজার

ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এ তালিকা প্রকাশ করে।

আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে তা গ্রহণ করবে ইসি। আর আগামী ১ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, নতুন ভোটার বেড়েছে ৫৩ লাখ ৬৬ হাজার ১০৫ জন। (গত বছরের তালিকার সাথে এটা যোগ করতে হবে)। বর্তমান মোট ভোটার পুরুষ ৫,৫৩,২৫,২৯২ জন। নারী ৫, ৪২,৮০,৫৪২ জন। মোট ভোটার ১০ কোটি ৯৬ লাখ ১৮৭ জন। মোট বাদ পড়েছে ১৩, ৯২,২৩৬ জন।

পুরুষ ভোটার নতুন যুক্ত ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী নতুন ভোটার ৩১ লাখ ৮৫ হাজার ৮২৫। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৩৫৩ জন।

৬৭ লাখ ৫৮ হাজার ৩৬১ জন নতুন ভোটার। আর ৮ লাখ ২৯ হাজার ৮৪০ জন পুরুষ ভোটার বাদ পড়েছে তালিকা থেকে, নারী বাদ পড়েছে ৫,৬২,৩৯৬ জন।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়