Cvoice24.com


‘চট্টগ্রাম গণহত্যা’ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ

প্রকাশিত: ১৩:৫৬, ১৯ জানুয়ারি ২০২০
‘চট্টগ্রাম গণহত্যা’ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ

নগরের লালদীঘির পাড়ে বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার আগে ২৪ জনকে হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে রোববার চট্টগ্রামের বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এ মামলার চার আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামীকাল আসামিপক্ষের আইনজীবীরা এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘এ মামলার ৫৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিনে আমরা সরকারের পক্ষে যুক্তিতর্ক ও জেরা শেষ করেছি। আগামিকাল আসামী পক্ষের জেরা অনুষ্ঠিত হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের জেরা শেষে আদালতে উপস্থিত চার সাবেক পুলিশ সদস্যকে হাজতে প্রেরণ করেন ’ভারপ্রাপ্ত বিভাগীয় বিশেষ বিচারক মো. ইসমাইল হোসেনের বিশেষ আদালত।’

বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে ৩২ বছর আগে প্রাণ দেন অন্তত ২৪ জন সাধারণ মানুষ। দীর্ঘদিন পর শুরু হয়েছে ‘চট্টগ্রাম গণহত্যা’ নামে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার কাজ।

সিভয়েস/এসবি/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়