Cvoice24.com


পূজার দিনে ভোট গ্রহণের সিদ্ধান্ত ইসি'র : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫৯, ১৭ জানুয়ারি ২০২০
পূজার দিনে ভোট গ্রহণের সিদ্ধান্ত ইসি'র : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

নির্বাচন ও পূজা উপলক্ষে কোনো হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামা খান কামাল বলেছেন, নির্বাচন ও সরস্বতী পূজা একই দিন হলেও বিষয়টি নির্বাচন কমিশনের। এখানে আমাদের কিছু করার নেই। তারা যেভাবে চাইবে আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করবে।           

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে মগবাজার শের-ই-বাংলা স্কুলের সুবর্ণ জয়ন্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান টিপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন,

নতুন বছরের শুরুতে সারাদেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া হচ্ছে। শুধু বর্তমান সরকারের আমলে এমন নজীর রয়েছে। এরআগে কোনো সরকারের আমলে এমনটা হয়নি। এরই ধারাবাহিকতায় বর্তমানে সাক্ষরতার হার ৭৩ শতাংশে উপনিত হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার, প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি সুফি সুলতান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

-সিভয়েস/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়