Cvoice24.com


সবজির বাজারে স্বস্তি, উল্লম্ফন মরিচে

প্রকাশিত: ০৪:৪৬, ১৭ জানুয়ারি ২০২০
সবজির বাজারে স্বস্তি, উল্লম্ফন  মরিচে

ছবি : সংগৃহীত

পেঁয়াজের বাজার আলোচনার বাইরে যাওয়ার মুহূর্তে আলোচনায় আসতে চাচ্ছে শুকনো মরিচ। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহের শুকনো মরিচের দাম বেড়েছে ৩০ থেকে ৬০ টাকা। তবে সবজিসহ সকল ভোগ্যপণ্যের দামে আছে ক্রেতাদের স্বস্তি।

শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে বলছেন সবজি বিক্রেতারা। নগরীর রিয়াজউদ্দিন বাজারের সবজি বিক্রেতা মো. মোস্তাফা সিভয়েসকে বলেন, 'এখন শীতকালীন সবজির সরবরাহ আছে। তাই বাজারের সব পণ্যের দাম কম। স্থানীয় সবজির সরবরাহ বেশি থাকায় উত্তরবঙ্গের সবজির সরবরাহ কমেছে।'

শুক্রবার (১৭ জানুয়ারি) সরেজমিনে বাজার ঘুরে জানা যায়, মুলা ৪০, বাঁধাকপি ৪০, নতুন আলু ২৮, ফুলকপি ৪০, স্থানীয় শিম ২৪, ঈশ্বরদীর শিম ১৬, শিমের বিচি ১৩০-১৫০, কাঁচা মিষ্টিকুমড়া ১৮, পাকা মিষ্টিকুমড়া ২৪, স্থানীয় ছোট সাইজের বেগুন ১৬, তিত করলা ৬০, বরবটি ৭০, কাঁচা পেঁপে ৩০, শসা ৫০, ক্ষিরা ১৮, কাঁকরোল ৫০, ঢেঁঢ়স ৮০, টমেটো ৩৫, গাজর ১৫ টাকায় বিক্রি হচ্ছে।

রিয়াজউদ্দিন কাঁচা মালের আড়তদার সমিতির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী সিভয়েসকে বলেন, 'সবজির দাম সবসময়ই সরবরাহ নির্ভর। যেহেতু এসব পচনশীল, তাই স্টক করে দাম বাড়ানোর সুযোগ নেই। কেউ যদি দাম বাড়ানোর চিন্তা করে সবজি স্টক করতে চায়, তাহলে তাকে লোকসানে পড়তে হবে।'

অন্যদিকে সরেজমিনে খাতুনগঞ্জ ঘুরে জানা যায়, মোটা মুশুর ডাল ৬২, চিকন মুশুর ডাল ১১৫, মটর ডাল ৩৫, মুগডাল ১২০, চনাবুট ৬৮, চনার ডাল ৭৫, ভারতীয় হলুদ ৯৮, দেশি হলুদ ১০৫, জিরা ৩০৫, এলাচ ৩ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় প্রায় পণ্যের দাম কমেছে গড়ে ৩-১৫ টাকা। পেঁয়াজের দামও কমেছে গড়ে ৫ টাকা। পেঁয়াজের দাম বর্তমানে দেশি ৮৫, পাকিস্তানি ৮০, চায়নার ৬০, মিয়ানমারের ৭০, মিশর ৬৫, তুরস্ক ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ভোজ্য তেলের দামও কমেছে। মণ প্রতি হিসেবে পামওয়েল ৩হাজার ৬০ টাকা থেকে কমে ২হাজার ৭৬০ টাকা ও সয়াবিন তেল ৩হাজার ৩০০ টাকা থেকে কমে ৩হাজার ১২০ টাকায় নেমে এসেছে। চিনির দাম রয়েছে প্রায় অপরিবর্তিত। মণ প্রতি চিনির দাম সিটি ২হাজার ১৫৮, মেঘনা ২হাজার ১৩৫ ও এস আলম ২হাজার ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে বেড়েছে শুকনো মরিচ, লবঙ্গ, দারচিনি ও যত্রিকের দাম। তৎমধ্যে শুকনো মরিচের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। বর্তমান বাজারে লবঙ্গ ৭৪০, দারচিনি ৩২৮ ও যত্রিক ২ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আর শুকনো মরিচের সাত দিনের তুলনামূলক বাজার মূল্য মোটা ১৯০ থেকে ২১০, ভারতীয় ২১০ থেকে ২৬৫, চিকন ২৯০ থেকে ৩২০, কুমিল্লার ২৩০ থেকে ২৫০ টাকায় ঠেকেছে।

খাতুনগঞ্জের  কাঁচাপণ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস সিভয়েস'কে বলেন, 'বর্তমানে সরকার বাজার মনিটরিংয়ের উপর জোর দিচ্ছে। ফলে প্রতিদিনই নানা সরকারি প্রতিষ্ঠান বাজার মনিটরিংয়ে আসে। তাই পণ্যের দাম নিয়ন্ত্রণে আছে। সরকার যদি বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের উপর কড়া নজরদারি রাখেন, তাহলে বাজারের কোনো পণ্যের দাম লাগাম ছাড়া হবে না।'

-সিভয়েস/এসসি

শুভ্রজিৎ বড়ুয়া

সর্বশেষ

পাঠকপ্রিয়