Cvoice24.com


হাতে হাত রেখে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ বিজিসি ট্রাস্টের শিক্ষার্থীদের

প্রকাশিত: ১৭:০৭, ১৫ জানুয়ারি ২০২০
হাতে হাত রেখে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ বিজিসি ট্রাস্টের শিক্ষার্থীদের

হাতে হাত রেখে নারী সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, ইংরেজি বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফার্মাসি বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

আইন বিভাগের শিক্ষার্থী সাইফুর রহমান খানের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্রতিনিধি হয়ে বক্তব্য রাখেন এ্যানি ধর, অভিজিৎ দে, মিশু গুপ্ত, আহমেদ নীল, মিশু দে, শাকিল খান, সজীব দাশ,  মিনহাজ হোসাইন প্রমূখ।

উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় শহর থেকে ৩৪ কিলোমিটার দূরে প্রায় ১০০ একর এলাকা নিয়ে বিজিসি বিদ্যানগরে অবস্থিত বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ; বাংলাদেশের একমাত্র গ্রাম এলাকায় প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়।

-সিভয়েস/এমএম

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়