Cvoice24.com


জিআইএস ম্যাপ প্রণয়নে চসিকের সাথে আইডব্লিউএম’র চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ১২:১৭, ১৫ জানুয়ারি ২০২০
 জিআইএস ম্যাপ প্রণয়নে চসিকের সাথে আইডব্লিউএম’র চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম নগরীকে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের আওতায় ৪১টি ওয়ার্ডের ডিজিটাল ম্যাপ প্রণয়নের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে চসিক কনফারেন্স হলে এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়। 

জিআইএস ডিজিটাল ম্যাপ প্রণয়নের গুরুত্বের কথা উল্লেখ করে সিটি মেয়র বলেন, চট্টগ্রাম শহরকে স্মার্ট সিটি বাস্তবায়নে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অঙ্গাঙ্গীভাবে জড়িত। এর মাধ্যমে চট্টগ্রাম শহরের সকল তথ্য উপাত্ত আদান-প্রদান নগর পরিকল্পনার ক্ষেত্রে জিআইএস পদ্ধতি যুগান্তকারী ভূমিকা পালন করবে। স্বচ্ছতা, জবাবদিহীতা এবং দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে। বিশেষ করে কর্পোরেশনের আয় বৃদ্ধিতে জিআইএস পদ্ধতি কার্যকরি ভূমিকা পালন করবে। 

নগরে কোন জিআইএস ডিজিটাল ম্যাপ নেই এ প্রসঙ্গে সিটি মেয়র বলেন, নগরে কি কি সম্পদ আছে তা জানা সকলের উচিত। এমনকি সিটি কর্পোরেশন স্বার্থ সংরক্ষণে এ ম্যাপ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ জিআইএস ডিজিটাল ম্যাপের মাধ্যমে নগরে কোথায় কি আছে তা এ নজরে দেখতে পারবে নগরবাসী। 

তিনি বলেন, এ ডিজিটাল ম্যাপের মাধ্যমে ঘরের নিরাপত্তার বিষয়গুলো দেখা সম্ভব। এর জন্য দরকার হবে একটি এলইডি টিভি আর স্মার্ট ফোন। বর্তমানে সকলের হাতে স্মার্ট ফোন। চসিকের দিক থেকে এ জিআইএস ডিজিটাল প্রযুক্তি নিয়ে আসাই এখন আমাদের প্রধান কাজ। ডিজিটাল বাংলাদেশ গঠনের অন্যতম প্রধান শর্ত নগরব্যাপী একটি স্বনিভর নেটওয়ার্ক। যার মাধ্যমে চসিকের পরিসেবা পৌঁছে যাবে নগরবাসীর দৌড়গোড়ায়। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, আইডব্লিউএম’র পক্ষে ড. মোল্লা মোহাম্মদ আওলাদ হোসাইন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, আইডব্লিউএম’র নির্বাহী পরিচালক আবু সালেহ খান, হেড অব বিজনেজ মো. সামিউন নবী, মো. সোরাব হোসাইন প্রমুখ। 

অনুষ্ঠানে ড. মোল্লা মোহাম্মদ আওলাদ হোসাইন জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম সম্পর্কে তথ্যচিত্র উপস্থাপন করেন। নিজস্ব অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে চসিক। এতে ব্যয় হচ্ছে প্রায় ১৩ কোটি টাকা।

-সিভয়েস/ইউডি/এমআই/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়