Cvoice24.com


অদ্ভুত বাস্তবতা!

প্রকাশিত: ০৪:৫৬, ১৫ জানুয়ারি ২০২০
অদ্ভুত বাস্তবতা!

যে পোস্ট অফিসে একটা মানি অর্ডার আসার জন্য তীর্থের কাকের মত জনতারা অপেক্ষা করতো, সেটা আজ পরিত্যক্ত।

যেই ছেলে ১৩ টাকার বেনসন কিনে বন্ধুদের সামনে অহংকারের ধোঁয়া ছাড়তো, সেই ছেলে এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষের কাছে দোয়া চায়!

ন্যায্যমূল্যে ৫ কেজি মোটা চাল কেনার জন্য যেই লোকটা কাঠফাটা রৌদ্রে ২০ জনের পিছনে লাইনে দাঁড়িয়ে থাকতো দুই-আড়াই ঘন্টা, আজ উনার বাড়ীর সামনে লোকজন লাইন ধরে বসে থাকে, পেট ভরে খেতে পাবে সেই আশায়!

মাসের ৫ তারিখের মধ্যে ভাড়া দিতে না পারলে, বাড়ী ছেড়ে দেয়ার হুমকি দিতেন যেই হাজী সাহেব। তিনি আজকে শ্বশুরবাড়ীতে আশ্রয় নিয়েছেন ব্যাংক নিলামের শিকার হয়ে!

যে শিক্ষক ক্লাসের সবচেয়ে অপছন্দের ছেলেটাকে অমানুষ বলে প্রতিদিন অপমান করত সেই ছেলেটাই আজকে দায়িত্ব নিয়েছে শিক্ষকের সন্তানকে মানুষ বানানোর বৈশ্বিক চ্যালেন্জের!

এক সময়কার নামকরা বিউটি সোপ কসকো আজ টয়লেটে ব্যবহৃত হচ্ছে।

পূর্ব পুরুষ হতে প্রজন্ম প্রজন্ম ধরে যারা আপনার বাড়িতে কাজ করে পেটের জ্বালা মিটাতো, তাদের সন্তানেরা আজ আপনার বংশধরদের ভিটেছাড়া করতে চায়!

সময় খুবই নির্মম, খুবই অমানবিক। আবার মাঝে মাঝে খুবই রোমান্টিক! কখন কি উপহার নিয়ে দাঁড়িয়ে যাবে আপনার সামনে, আপনি টেরই পাবেন না!! সে কখনোই স্থির নয়, সব-সময় আপনার নয়, সারাজীবন আপনার পক্ষেও নয় আবার বিপক্ষেও নয়!

তাই প্রতিশোধপরায়ন, হতাশ কিংবা আনন্দিত হবার কিছুই নেই। অহংকার কিংবা দাম্ভিকতারও কিছুই নেই৷ সময় চিরদিন কারো সমান যায় না। সুতরাং আপনার এই কষ্টের সময়ও একদিন ফুরিয়ে যাবে, ইনশাআল্লাহ!

(ফেসবুক থেকে সংগৃহীত)

-সিভয়েস/এমএম

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়