Cvoice24.com


‘চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের মানবিক চিকিৎসক হতে হবে’

প্রকাশিত: ১০:০৪, ১৪ জানুয়ারি ২০২০
‘চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের মানবিক চিকিৎসক হতে হবে’

চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের একজন মানবিক চিকিৎসক হয়ে উঠার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, একজন চিকিৎসকের মানবিকগুণ না থাকলে পুঁথিগত ডাক্তার হিসেবে কখনো ভাল ডাক্তার হতে পারে না। মনে রাখবেন, মানুষ রোগাক্রান্ত হলে সৃষ্টিকর্তার পরে চিকিৎসকের কাছেই নিজেকে সমর্পণ করে। কাজেই একজন চিকিৎসককেও সেই বিষয়টি বিবেচনায় রাখতে হবে। কেননা আচার-আচরণ, সেবার মানসিকতা অর্জন একজন চিকিৎসকের অন্যতম প্রধান গুণ। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মেরিন সিটি মেডিকেল কলেজের এমবিবিএস সপ্তম ব্যাচ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

মেয়র বলেন,  নিজের বিদ্যায় পারদর্শী, দক্ষ, অভিজ্ঞ, সিনসিয়ার এবং সর্বোপরি মানবিক হতে হবে একজন চিকিৎসককে। অপরের কষ্ট, যন্ত্রণা অনুভব করতে হবে। একজন চিকিৎসকের উপরই রোগীর জীবন-মরণ নির্ভর করে।

মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমএ চট্টগ্রাম সভাপতি প্রফেসর ডা মুজিবুল হক খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিন বিভাগের ডিন প্রফেসর ডা সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চমেক অধ্যক্ষ প্রফেসর ডা শামীম হাসান, বিএমএ চট্টগ্রাম সাধারণ সম্পাদক ডা ফয়সল ইকবাল চৌধুরী, চমেক অধ্যাপক ডা নূর হোসেন ভুঁইয়া, মেরিন সিটি মেডিকেল কলেজ অধ্যাপক ডা সাইফুল ইসলাম খানসহ কলেজ শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন।

-সিভয়েস/ইউডি/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়