Cvoice24.com


শাহ আমানতে বিমানযাত্রী থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৬, ১৪ জানুয়ারি ২০২০
শাহ আমানতে বিমানযাত্রী থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

ছবি : সিভয়েস

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে মোহাম্মদ মোর্শেদ নামের এক যাত্রীর কাছ থেকে ৯৩৩ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার এবং ১০০গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই'র একটি দল।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টায়, শারজায় থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিমান বন্দর কাস্টমস এর ডেপুটি কমিশনার  রিয়াদুল ইসলাম সিভয়েসকে বলেন  মোরশেদকে গোপন সংবাদের ভিত্তিতে চ্যালেঞ্জ করে। এ সময় তিনি বেআইনি কিছু থাকার বিষয়টি অস্বীকার করেন। একপর্যায়ে গোয়েন্দারা তাকে আর্চওয়ে দিয়ে হাঁটান। এ সময় লাল সংকেত পাওয়া যায়।

স্বর্ণসহ আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের ও পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সিভয়েস/টিবি/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়