Cvoice24.com


মুজিব বর্ষের ক্ষণ গণনা উদ্বোধন নিয়ে প্রস্তুতি সভা

প্রকাশিত: ০৭:৪২, ৭ জানুয়ারি ২০২০
মুজিব বর্ষের ক্ষণ গণনা উদ্বোধন নিয়ে প্রস্তুতি সভা

ছবি : সিভয়েস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী মুজিব বর্ষ উৎসব শুরু হতে যাচ্ছে। এই উপলক্ষে আগামী ১০ জানুয়ারি মুজিব বর্ষ উদযাপনের ক্ষণ গণনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষণ গণনা উদ্বোধন উপলক্ষে ঐদিন চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে শুরু হতে যাচ্ছে স্বাড়ম্বর অনুষ্ঠান।

অনুষ্ঠানের সফল আয়োজন নিয়ে আজ ৭ জানুয়ারি দুপুরে চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামি ১০ জানুয়ারি অনুষ্ঠিত কাউন্ট ডাউন ক্লক উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসুচি নির্ধারণ করা হয়।

বিকাল ৩ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নগরে স্থাপিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব বর্ষের চারটি কাউন্ট ডাউন ক্লক উদ্বোধন। সন্ধ্যা ৬ টা থেকে জিমনেসিয়ামে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব। তাছাড়া চসিকের ব্যবস্থাপনায় নগরীর টাইগার পাস থেকে লালখান বাজার কাজীর দেউড়ি, লাভলেন, স্টেডিয়াম এলাকা, মোহরা, কাপ্তাই রাস্তার মাথা, সিটি গেট এলাকায় মুজিব বর্ষের প্রচারণামূলক ব্রান্ডিং প্রদর্শণ করা হবে।

সভার সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, মুজিব বর্ষ পালনের প্রয়োজনীয় সকল নির্দেশনা দিয়ে স্থানীয় সরকারের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে অবগত করা হয়েছে।  সরকারের নির্দেশনা মোতাবেক এই ক্ষনগনণা উদ্বোধনী অনুষ্ঠান উদযাপনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনকে আন্তরিক দায়িত্ব পালন করতে হবে। ক্ষণ গননা অনুষ্ঠান উদযাপনে আপামর জনসাধারণের সম্পৃক্ততা বৃদ্ধি ও উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে সংশ্লিষ্ট গণমাধ্যমকেও তিনি ভূমিকা পালন করার আহ্বান জানান।  

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দীপক চক্রবর্তী, জেলা প্রশাসক মো ইলিয়াস হোসেন, চসিক প্রধান নির্বাহি কর্মকর্তা মো সামসুদ্দোহা, সিডিএ প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ, পরিবেশ অধিদপ্তর পরিচালক আসাদুর রহমান মল্লিক, পিডিবি নির্বাহি প্রকৌশলী ওয়াজেদ কাওসার, গণপূর্ত অধিদপ্তর-৩ উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নেজাম উদ্দিন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উপসহকারী প্রকৌশলী  মো. তৌফিকুল ইসলাম ভুঁইয়া,পিডিবি সহকারী প্রকৌশলী খোরশেদ আলম চৌধুরী, সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর আবদুল কাদের, সলিমুল্লাহ বাচ্চু, শৈবাল দাশ সুমন, গোলাম সাইয়েদ মিন্টু, নাজমুল হক ডিউক, মো আযমসহ সংশ্লিষ্ট সেবা সংস্থার উর্ধতম কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

-সিভয়েস/ইউডি/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়