Cvoice24.com


নারী উন্নয়নে কাজ করছে সরকার: মেয়র

প্রকাশিত: ১০:৪৭, ৩০ ডিসেম্বর ২০১৯
নারী উন্নয়নে কাজ করছে সরকার: মেয়র

সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, সরকার নারী উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে শিক্ষা সহায়তা, স্বাস্থ্য সেবা, ক্ষুদ্র ঋণ প্রদান, ভৌত অবকাঠামো সহায়তাসহ নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছে।

সোমবার চসিক সম্মেলন কক্ষে জাইকার অর্থায়নে বস্তি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির আওতায় বিউটিফিকেশন বিষয়ে প্রশিক্ষণর্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নগর উন্নয়নে সহায়ক শক্তি হিসেবে জাইকার সহায়তায় আওতায় নগরের বস্তিবাসী মানুষের জীবন মান উন্নয়নে প্রকল্প গ্রহন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় নারীদেরকে বিভিন্ন কাজে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। নিম্নজীবী পরিবারের নারীরা যাতে পরিবার সমাজ উন্নয়নে আয়মুখী ভূমিকা রাখতে পারে সেজন্য নানা ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আযম, শফিউল আলম, প্রকল্প স্পেশালিষ্ট মনোরঞ্জন মজুমদার,
নগর পরিকল্পনাবিদ রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন

উল্লেখ্য, নগরের ৫ নং মোহরা, ৯নং দক্ষিণ পাহাড়তলী, ৩৪ নং পাথরঘাটা ও ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার নিম্নজীবী ৩০ জন মহিলাকে এ প্রকল্পের আওতায় বিউটি পার্লার কাজে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়