Cvoice24.com


জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন, চেয়ারম্যান কাদের

প্রকাশিত: ০৮:১৬, ২৮ ডিসেম্বর ২০১৯
জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন, চেয়ারম্যান কাদের

ফাইল ছবি।

রওশন এরশাদকে জাতীয় পার্টির চিফ প্যাট্রন (প্রধান পৃষ্ঠপোষক) এবং জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। একই সাথে দলের মহাসচিব হয়েছেন মশিউর রহমান রাঙ্গা।২০১৬ সালের মার্চে জাতীয় পার্টির অষ্টম কাউন্সিলে দলটির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর ভাই জি এম কাদেরকে কো-চেয়ারম্যানের পদে বসান। পরে রওশনের জন্য সিনিয়র কো-চেয়ারম্যান পদ তৈরি করেন এরশাদ। এ বছরের মে মাসে এরশাদ জি এম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন।

শনিবার (২৮ ডিসেম্বর) দলটির নবম জাতীয় সম্মেলনে এ দুই পদে দুজনকে নির্বাচিত করা হয়। এ ছাড়া দলের মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মশিউর রহমানকে। অন্যান্য পদগুলোতে চেয়ারম্যান নিয়োগ দেবেন। সম্মেলনে রওশন এরশাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় পার্টির সম্মেলনে যোগ দিয়ে শুভেচ্ছা জানান।

দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের জাপার নবম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন। এই প্রথম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদকে ছাড়া দলটির সম্মেলন হচ্ছে।

-সিভয়েস/এসসি

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়