Cvoice24.com


দায়সারা উদ্বোধন সিএনজি’র মালিক-চালক পরিচিতি কার্ড, স্থাপন হয়নি এখনও

প্রকাশিত: ০৫:৩৯, ২৭ ডিসেম্বর ২০১৯
দায়সারা উদ্বোধন সিএনজি’র মালিক-চালক পরিচিতি কার্ড, স্থাপন হয়নি এখনও

ছবি : সিভয়েস

যাত্রাপথে সিএনজি চালিত অটোরিকশা ও টেম্পুতে চুরি-ছিনতাইজনিত নানা ঘটনা-দূর্ঘটনা অথবা ভুল করে প্রয়োজনীয় জিনিসপত্র, টাকা ও মোবাইল ফেলে আসার বিড়ম্বনায় পড়তে হয় যাত্রী সাধারণের। এ সমস্যা নিরসনে সিএনজিচালিত অটোরিক্শা-অটোটেম্পু মালিক ও শ্রমিকের যৌথ উদ্যোগে সিএনজি-অটোরিকশায় যাত্রীদের মুখোমুখি চালকসহ সিএনজি-অটোরিক্শার মালিকের যোগাযোগ নাম্বার ও তাদের পরিচয়পত্র ঝুলিয়ে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে তারা গত ৮ ডিসেম্বর সিএনজি-অটোরিক্শায় মালিক ও চালকের পরিচিতি কার্ড স্থাপনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটিতে উদ্বোধক করা হয় চট্টগ্রাম মোট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খানকে। কিন্তু এখনো পর্যন্ত এ উদ্যোগ বাস্তবায়নে নেয়া হয়নি । আর এই উদ্যোগ প্রসঙ্গে জানেন না অধিকাংশ সিএনজি-অটোরিক্শায় মালিক ও চালক।

চট্টমেট্রো থ-১২-৪৯৪৩ নাম্বারের সিএনজি চালিত অটোরিক্শার চালকের সাথে কথা বলে জানা যায়,মালিক পক্ষ থেকে তাদের কাছে পরিচয় পত্র বা কার্ড ঝুলানোর ব্যাপারে কিছু জানানো হয়নি। অটোরিকশাটির মালিক মো. মোহসিন বলেন, ‘আমাদেরকে এ বিষয়ে কেউ কিছু জানায়নি। মালিক সমিতির কাছ থেকে এ ধরণের কোনো কথা জানানো হলে আমরা পরিচিতি কার্ড ঝুলিয়ে রাখতাম। এতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। বরং পরিচিতি কার্ড রাখলে যাত্রীসহ সকলের জন্যই ভালো হবে।’

চট্টগ্রাম অটোরিক্শা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুণ-অর-রশিদ বলেন, ‘এ উদ্যোগে মালিক পক্ষের আন্তরিকতার অভাব আছে। তাই তারা আমাদের নিয়োগপত্র নিয়ে তৎপর নয়। নিয়োগপত্র দেয়ার পরে অটোরিক্শা বা অটোটেম্পুর মালিকরা আমাদের কার্ড দিতে পারবেন। মালিকরা নিয়োগপত্র দেয়ার বিষয়ে আন্তরিক নন। তাই এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।’

চট্টগ্রাম মহানগরী অটোরিক্শা-অটোটেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক টিটু চৌধুরী বলেন, ‘আমরা সবাইকে পরিচিতি কার্ড রাখার জন্য উৎসাহিত করছি। কিন্তু আমাদের সিএনজিগুলো শহরের সব জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকায় আমাদের উদ্যোগটি দৃশ্যমান হচ্ছে না। তবে আশা করি, আগামী জানুয়ারি থেকে সিএনজি অটোরিক্শা ও অটোটেম্পুতে পরিচিতি কার্ড দৃশ্যমান হবে। তবে এ বিষয়ে প্রশাসন আমাদের সহযোগিতা করলে আমাদের উদ্যোগটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার এস এম মোস্তাক আহমেদ খান সিভয়েসকে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও এটি চালু হতে কিছুটা সময় লাগবে। কেননা এ সিস্টেমটা আগে ছিলো না। আমরা মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সমন্বয় করে এ উদ্যোগটি তাদের দ্বারা বাস্তবায়ন করছি। নগরের প্রায় ১৩ হাজার সিএনজি’র মধ্যে বর্তমানে প্রায় দেড় হাজার সিএনজি এ উদ্যোগের আওতায় এসেছে। আমরা এখন মালিকদের পরিচিতি কার্ডের উপর জোর দিচ্ছি। তাদের পরিচিতি কার্ড রাখার বিষয়টি নিশ্চিত করতে পারলে উনারাই চালকদের বিষয়টি নিশ্চিত করবেন।’

-সিভয়েস/এসসি

শুভ্রজিৎ বড়ুয়া

সর্বশেষ

পাঠকপ্রিয়