Cvoice24.com


নাছির উদ্দীন শিক্ষা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

প্রকাশিত: ১৪:২৮, ২৩ ডিসেম্বর ২০১৯
নাছির উদ্দীন শিক্ষা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

ছবি : সিভয়েস

আগামী ২৭ ডিসেম্বর কাপাসগোলা সি/ক স্কুল ও কলেজ এবং মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে আ জ ম নাছির উদ্দীন শিক্ষা পরিষদ মেধাবৃত্তি-২০১৯ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তৃতীয়বারের মত এ পরীক্ষায় দুই হাজার একুশজন শিক্ষার্থী অংশ গ্রহণের কথা রয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চসিক সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দীন বলেন,আগামী প্রজন্মের শিক্ষার্থীদের মেধা উন্নয়ন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাল লক্ষ্যে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পরীক্ষায় শিক্ষার্থীরা যাতে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।

আ জ ম নাছির শিক্ষা পরিষদের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ফয়সাল বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন চসিক শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, অধ্যক্ষ জারেকা বেগম, অধ্যক্ষ রেহেনা আক্তার খানম, পরীক্ষা নিয়ন্ত্রক সাইফুর রহমান, পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক আবুল কাশেম, সদস্য সচিব মো. মোখলেছুর রহমান, সদস্য শাহাদাত হোসেন, এসময়  উপদেষ্টা এস এম খসরু, কায়সার উদ্দিন, দিদারুল আলম, আবদুল্লাহ আল সুমন, তুষার, ইয়াছির আরাফাত, রশিদ খান, এ কে খান, মুজিব ইমরান হোসেন হৃদয় প্রমূখ।

-সিভয়েস/ইউডি/এসসি

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়