Cvoice24.com


ক্লাব বিশ্বকাপ শিরোপা লিভারপুলের ঘরে

প্রকাশিত: ০৬:২১, ২২ ডিসেম্বর ২০১৯
ক্লাব বিশ্বকাপ শিরোপা লিভারপুলের ঘরে

ছবি : সংগৃহীত

লিভারপুলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর একমাত্র গোলে শেষ পর্যন্ত ফ্লামেঙ্গোকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। আরেক ইংলিশ জায়ান্ট ম্যানইউর পর লিভারপুল দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে মালিক হলো এই শিরোপার। আর ফ্লামেঙ্গো হারল তাদেরই স্বদেশি এক খেলোয়াড়ের দেওয়া গোলে।

ফিরমিনোর (ট্রফি হাতে) গোলে জয় পায় লিভারপুল। ইনজুরি সময়ে সাদিও মানে ফাউলের শিকার হলে। রেফারি ফাউলের বাঁশি বাজান। হলুদ কার্ডের দেখা মেলে রাফিনিয়ার। পেনাল্টিও পায় লিভারপুল। কিন্তু গোল বাঁধে অন্য জায়গায়। ফাউল বক্সের ভেতরে নাকি বাইরে তা নিয়েই চলে চুলচেরা বিশ্লেষণ। তিন মিনিট ভিএআর-এর সাহায্য নিয়ে তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করেন রেফারি। পেনাল্টি বঞ্চিত লিভারপুল ফ্রি কিকটাও পায়নি! কারণ, ট্যাকলেও কোনো সমস্যা দেখেননি রেফারি।

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সমতায় ফেরার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি ব্রাজিলিয়ান জায়ান্টরা। শেষতক ১-০ গোলের জয়ে শিরোপা ঘরে তোলে চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন লিভারপুল।

-সিভয়েস/এসসি

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়