Cvoice24.com


ঘরের মাঠে ঘাম ঝরিয়ে জয় পেল চট্টগ্রাম

প্রকাশিত: ১৬:৪৮, ১৭ ডিসেম্বর ২০১৯
ঘরের মাঠে ঘাম ঝরিয়ে জয় পেল চট্টগ্রাম

চট্টগ্রামের ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট থান্ডারের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেটের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেগ পেতে হয় চ্যালেঞ্জার্সদের। 

ইনিংসের শুরুতেই দলীয় ১২ রানের মাথায় ওপেনার অভিষিকা ফার্নান্দোকে হারায় চট্টগ্রাম। উল্লেখ করার মত রান করতে পারেনি গত ম্যাচে অবদান রাখা ওয়াল্টন-ইমরুল-মাহমুদউল্লাহ। দলীয় ৮৫ রানে দলের হয়ে সর্বোচ্চ রান করা লিন্ডল সিমন্স রান আউটে কাটা পড়লে চট্টগ্রামের জয় পাওয়া নিয়ে তৈরি হয় সংশয়। তবে উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও কেশরিক উইলিয়ামের কল্যাণে ১২ বল হাতে রেখেই জয় পায় বন্দরনগরীর প্রতিনিধিরা। সিলেটের হয়ে দারুণ বোলিং করেন ক্রিসমার সান্টোকি। মাত্র ১৩ রানের বিনিময়ে শিকার করেন ৩ উইকেট।

ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেট থান্ডারের। চট্টগ্রামের বোলারদের নৈপূন্যে খুব বেশি সুবিধা করতে পারেনি সিলেটের ব্যাটসম্যানরা।নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি তুলতে পারেনি সিলেট থান্ডার।সিলেটের হয়ে আন্দ্রে ফ্লেচার ও অধিনায়ক মোসাদ্দেক ছাড়া কেউ তেমন উল্লেখ্য করার মত রান করতে পারেনি। চট্টগ্রামের হয়ে মেহেদী হাসান রানা ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন। দুটি উইকেট শিকার করেন রুবেল হোসেন।

সংক্ষিপ্ত স্কোর: 
সিলেট থান্ডার:
২০ ওভারে ১২৯/৮ (রনি তালুকদার ২, আন্দ্রে ফ্লেচার ৩৮, শফিকুল্লাহ শফিক ৬, মোহাম্মদ মিঠুন ১৫, জনসন চার্লস ৩, মোসাদ্দেক হোসাইন ৩০; নাসুম আহমেদ ০/১৭, রুবেল হোসাইন ২/২৮, মেহেদী হাসান রানা ৪/২৩, মুক্তার আলী ১/২৬, কেসরিক উইলিয়ামস ১/৩১)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৮ ওভারে ১৩০/৬ (লেন্ডল সিমন্স ৪৪, অভিষেক ফের্নান্দো ৫, ইমরুল কায়েস ৬, মাহমুদুল্লাহ ২, ছাদিক ওয়াল্টন ৯, নুরুল হাসান* ৩৭; নাজমুল ইসলাম ০/৩৪ , করিশ্মার সান্তোকিয়ে ৩/১৩, এবাদত হোসাইন ১/২৮, দেলওয়ার হোসাইন ১/৩১, নায়ীম হাসান ০/১৮)

ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৪ উইকেটে জয়ী।  
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী হাসান রানা।

-সিভয়েস/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়