Cvoice24.com


বন্দরে স্ক্র্যাপের বদলে এলো আবুল খায়েরের খালি কনটেইনার!

প্রকাশিত: ১৪:২৩, ১৫ ডিসেম্বর ২০১৯
বন্দরে স্ক্র্যাপের বদলে এলো আবুল খায়েরের খালি কনটেইনার!

ছবি : সিভয়েস

চট্টগ্রাম বন্দরে স্ক্র্যাপের বদলে এসেছে ২০ ফুট দৈর্ঘ্যের একটি খালি কনটেইনার। জাকার্তা ব্রিজ নামীয় জাহাজে আমাদানিকারক আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের নামে এ কনটেইনারটি আসে। কনটেইনারটিতে ২৬ হাজার ৭৬০ কেজি স্ক্র্যাপ আসার কথা ছিলো বলে জানান চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা যায়, ‘জাকার্তা ব্রিজ  নামের একটি জাহাজে আমাদানিকারক আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের নামে কনটেইনারটি বন্দরে আসে। কাস্টম হাউসের নিজস্ব গোয়েন্দা বিভাগ অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা স্ক্যানিং ডিভিশনের সহায়তায় ২০ ফুট দীর্ঘ কনটেইনারটি (HLXU3186035) আটক করা হয়। বন্দর থেকে খালাসের জন্য কনটেইনারটি বেসরকারি মেসার্স শফি মোটরস ডিপোতে নিয়ে যাওয়া হচ্ছিল। কনটেইনার বহনকারী জাহাজটি সাউদাম্পটন পোর্ট থেকে গত ৭ ডিসেম্বর ছেড়ে ১০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছে।’

গোপন তথ্যের ভিত্তিতে অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার দায়িত্বে থাকা ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন ও জেটি/স্ক্যানিং বিভাগের ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ, বন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কনটেইনারটি কায়িক পরীক্ষার জন্য খোলা হয়। খোলার পর কনটেইনারটি খালি অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে বিষয়টি ডিপোর প্রতিনিধির মাধ্যমে আমদানিকারককে জানানো হয়।

চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের রেভিনিউ অফিসার (আরও) আকতার সিভয়েস’কে বলেন, ‘কাস্টম আইন অনুযায়ী আমরা আমদানীকারককে বিষয়টি জানিয়েছি। তারা এখনো পর্যন্ত আমাদের কিছু জানাননি। তাদের অবগতির উপর নির্ভর করে পরবর্তীতে তদন্ত কমিটি ঘটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিক ভাবে এটি মানি লন্ডারিং বলে মনে করা হচ্ছে।’

সিভয়েস/এসবি/এসসি

বন্দরে স্ক্র্যাপের বদলে এলো আ

সর্বশেষ

পাঠকপ্রিয়