Cvoice24.com


চট্টগ্রাম-৮ উপনির্বাচন : মনোনয়ন হারালেন দুই প্রার্থী

প্রকাশিত: ১২:৫০, ১৫ ডিসেম্বর ২০১৯
চট্টগ্রাম-৮ উপনির্বাচন : মনোনয়ন হারালেন  দুই প্রার্থী

ফাইল ছবি।

চট্টগ্রাম- ৮ আসনের উপ নির্বাচনের জন্য বিভিন্ন দলের মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারমধ্যে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী জিয়াউদ্দিন আহমদ বাবলু এবং গণফ্রন্ট প্রার্থী উত্তম কুমার চৌধুরীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এখন ছয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

গত ১২ ডিসেম্বর বোয়ালখালী-চাঁদগাও-পাঁচলাইশ (চট্টগ্রাম-৮) আসনের মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল। আজ (রোববার) ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ব্যাংক ঋণের গ্যারেন্টার থাকায় জিয়াউদ্দীন বাবলুর মনোনয়ন বাতিল করা হয়েছে। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার এক সপ্তাহ আগে ঋণ পরিশোধ করতে হয়। কিন্তু তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ঋণের টাকা জমা দেন।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে এ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আরো বলেন, গণফোরামের প্রার্থী উত্তম কুমার মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।


-সিভয়েস/এসসি

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়