Cvoice24.com


বুদ্ধিজীবি দিবস উপলক্ষে লোহাগাড়া প্রেসক্লাবে আলোচনা সভা

প্রকাশিত: ১২:১৮, ১৪ ডিসেম্বর ২০১৯
বুদ্ধিজীবি দিবস উপলক্ষে লোহাগাড়া প্রেসক্লাবে আলোচনা সভা

ছবি : সিভয়েস

শোকাবহ শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় লোহাগাড়া প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক লোহাগাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম।

বক্তারা বলেন, ইতিহাসের পাতায় কালো অক্ষরে উৎকীর্ণ বেদনাবিধুর শোকাবহ দিন ১৪ ডিসেম্বর। এ দিনটিতে বাঙালি জাতি তাদের মেধা ও মননের শ্রেষ্ট সন্তানদের হারিয়েছে। হারিয়েছে জাতির পথপ্রদর্শক শিক্ষক, বুদ্ধিজীবি, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্য, সমাজসেবক, আইনজীবি ও প্রকৌশলীসহ অসংখ্য কৃতি সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করেন। ঘাতক দালালদেরও বিচারের দাবি জানান।

বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক পুষ্পেন চৌধুরী, অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, দৈনিক স্বদেশ প্রতিদিনের বান্দারবানেরর ষ্টাফ রিপোর্টান সাংবাদিক আব্দুর রহিম ও আলাউদ্দিন প্রমূখ।

-সিভয়েস/এসসি

লোহাগাড়া প্রতিনিধি:

সর্বশেষ

পাঠকপ্রিয়